Last Updated: Friday, September 28, 2012, 17:40
পুলিসি হয়রানি প্রতিবাদে ধর্মঘটে সামিল সল্টলেক থেকে টালিগঞ্জগামী ৪৭/১ বেসরকারি রুটের বাসকর্মীরা। অভিযোগ, প্রায় প্রতিরাতেই বিনা অপরাধে বাসের ভিতরে থাকা চালক কিম্বা খালাসিদের আটক করে নিয়ে যাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।