Last Updated: Friday, March 8, 2013, 07:50
ক্যালেন্ডারের পাতা বলছে দিনটা আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে নারী দিবস। বাজারের চাপে দিবসের ভিড়ে আজকের দিনটা অনেকটা আলাদা। কারণ মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ আজ পালিত হচ্ছে নারী দিবস। অন্তত একটা দিন গোটা বিশ্ব আলাদা করে মনে করে নারীরাই এই জগতের শক্তির উত্স আর প্রেরণা।