10 m Air Rifel - Latest News on 10 m Air Rifel| Breaking News in Bengali on 24ghanta.com
রাজকীয় সংবর্ধনায় স্বাগত নারাংকে

রাজকীয় সংবর্ধনায় স্বাগত নারাংকে

Last Updated: Wednesday, August 8, 2012, 16:38

বুধবার নিজের শহর পুণেতে ফিরলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী শুটার গগন নারাং। বিমান বন্দরে গগনের জন্য উপস্থিত হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী। বিমানবন্দরে ঘরের ছেলেকে সাদরে বরণ করে নেন মহারাষ্ট্রের মানুষ। জাতীয় পতাকা, ব্যান্ড নিয়ে রাস্তা দিয়ে শোভাযাত্রা সহকারে গগনকে নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ির উদ্দেশে।