Last Updated: Wednesday, August 7, 2013, 12:07
বলিউডের সিনেমার মহাসাফল্যের মাইলস্টোনের ১০০ কোটি ক্লাবে যোগ হল আরও এক সদস্য। ফারহান আখতারের `ভাগ মিলখা ভাগ` ঢুকে পড়ল ১০০ কোটির টারা ক্লাবে। মিলখা সিংয়ের জীবনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মুক্তি পাওয়ার ২৪ দিনের মধ্যে ১০০ কোটি টাকার বাণিজ্য করে ফেলল।