Last Updated: Monday, November 25, 2013, 23:19
একশো কোটির শিবিরে জায়গা করে নিল রাম-লীলা। মুক্তির মাত্র দু`সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করেছে রাম-লীলা। এই নিয়ে এক বছরে দীপিকা পাডুকোন অভিনীত চতুর্থ ছবি ১০০ কোটির ব্যবসা করল। রেস টু, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেসের পর রাম-লীলা।