100 mitre track - Latest News on 100 mitre track| Breaking News in Bengali on 24ghanta.com
সেরার সেরা বোল্ট

সেরার সেরা বোল্ট

Last Updated: Monday, August 6, 2012, 14:01

বিশ্বের দ্রুততম মানুষই হয়ে রইলেন উসেইন বোল্ট। ৪ বছর পরেও। অলিম্পিকের সবচেয়ে হাইভোল্টেজ ইভেন্ট পুরুষদের একশো মিটার দৌড়ে সোনা জিতলেন বোল্ট। মাত্র ৯.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। এই দুনিয়ায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বোল্টের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্ধী স্বদেশীয় ইয়োহান ব্লেক হলেন দ্বিতীয়। সেমিফাইনালে ৯.৮৭ সেকেন্ডে রেস শেষ করেন বোল্ট। অপর সেমিফাইনালে বোল্টের থেকে দ্রুত দৌড়লেন বোল্টের বন্ধু ইয়োহান ব্লেক।