Last Updated: Saturday, March 17, 2012, 17:57
ঝাঁকরা চুলের ছোট্ট সচিনের ক্রিকেট প্রতিভা প্রথম নজরে আসে দাদা অজিত তেন্ডুলকরের। তেন্ডলাকে মুম্বইয়ের বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের কাছে ভর্তি করে দিয়ে এসেছিলেন দাদা অজিত। শিবাজি পার্ক থেকেই শুরু মাস্টারের ক্রিকেট সাধনা। ১৯৮৯-এ অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে।