Last Updated: Monday, January 23, 2012, 17:09
দেশের বাণিজ্য রাজধানীর গত বছরের ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডের তদন্তের কিনারা করেছে মুম্বই পুলিসের অ্যান্টি টেররিস্ট স্কোয়্যাড (এটিএস)। এটিএস প্রধান রাকেশ মারিয়ার দাবি, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন(আইএম) এই বিস্ফোরণ ঘটিয়েছে।