Last Updated: Friday, February 14, 2014, 23:46
নির্বাচিত জনপ্রতিনিধিরা কতটা দায়িত্ববান? গতকাল সংসদের কলঙ্কিত দিনের পর বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। সাংসদদের মর্যাদা রক্ষায় তাঁদের দেহ তল্লাসির নিয়ম রাখাই হয়নি। যার ফল ভুগল বৃহস্পতিবারের সংসদ। এরপর কি বদলাবে নিয়ম? নাকি এভাবেই বারবার লজ্জায় মুখ ঢাকবে ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান?