15 years - Latest News on 15 years| Breaking News in Bengali on 24ghanta.com
হংকং হস্তগতের দেড় দশক পালন চিন জুড়ে

হংকং হস্তগতের দেড় দশক পালন চিন জুড়ে

Last Updated: Monday, July 2, 2012, 14:48

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে ১৯৯৭ সালের ১ জুলাই চিনের অন্তর্ভুক্ত হয়েছিল হংকং। শেষ ব্রিটিশ গভর্নর ক্রিস প্যাটেনের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অঞ্চলের কর্তৃত্ব হাতে নিয়েছিল গণপ্রজাতন্ত্রী চিনের কমিউনিস্ট সরকার। সেই অন্তর্ভুক্তির ১৫ বছর পালিত হল মহাসমারোহে।