Last Updated: Thursday, August 15, 2013, 09:51
ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হল গুগলের তেরঙা ডুডলিংয়ের মাধ্যমে। আজ গুগলের প্রতিটা অক্ষর সেজে উঠেছে গেরুরা, সাদা আর সবুজের তেরঙ্গায়। তবে এই বার প্রথম নয়। ২০০৩ থেকে প্রতি বছর ১৫ অগাস্ট গুগলের ডুডলে উঠে এসেছে ভারতের স্বাধীনতা দিবস।