16th December - Latest News on 16th December| Breaking News in Bengali on 24ghanta.com
লড়াই চলছে, লড়াই চলবে, ২৪ ঘণ্টার শপথে, সঙ্কল্পে দামিনী

লড়াই চলছে, লড়াই চলবে, ২৪ ঘণ্টার শপথে, সঙ্কল্পে দামিনী

Last Updated: Monday, December 16, 2013, 09:35

ঠিক এক বছর আগের একটা রাত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর। দিল্লির মুনিরকায় চলন্ত বাসে ঘটেছিল চরম নির্মম এক ঘটনা। কলঙ্কের ইতিহাসে তার পরিচয় দিল্লি ধর্ষণ কাণ্ড। তা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। জেগে উঠেছিল আসমুদ্র হিমাচল। বদলাতে হয় আইন। সময়ের চাকায় ভর করে, লজ্জার সেই দিন আজ এক বছর পূর্ণ করল। সামনেই নিউ ইয়ার। নতুন বছর ঘিরে জেগে উঠছে অসংখ্য সঙ্কল্প। তার কিছু ব্যক্তিকেন্দ্রিক। আবার অনেক সঙ্কল্পই সামাজিক। অর্থাত্ সমষ্টিকে নিয়ে। ১৬ ডিসেম্বর ২০১৩ সঙ্কল্পে সামিল চব্বিশ ঘণ্টাও।