Last Updated: Saturday, August 18, 2012, 16:50
আধুনিক ভারতীয় ক্রিকেটের পঞ্চপান্ডবের বিদায় নেওয়ার শুরু সৌরভের হাত ধরে। ১৮ অগাস্ট চতুর্থ পাণ্ডব ভিভিএস লক্ষ্মণও অবসর জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অনেকটা লাঞ্জিত সৌরভের মতই অপমানিত হয়েই বানপ্রস্থে গেলেন ভারতীয় ক্রিকেটের শেষ স্টাইলিস্ট ব্যাটসম্যান। সৌরভ-কুম্বলে-রাহুলের বিদায়ের পর ধোনির সংসারে নব্বইয়ের দশকের জমানার শেষ অস্তিত্ব বলতে ছিলেন সচিন ও লক্ষ্মণ।