Last Updated: Tuesday, November 20, 2012, 12:43
বাল ঠাকরেকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় শাহিন দাধার আত্নীয়ের ক্লিনিকে ভাঙচুর চালানোর অপরাধে পালগর থেকে ৯ জনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিস। তবে এঁরা সকলেই শিব সৈনিক তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, থানে জেলার শিব সেনা প্রধান প্রভাকর রাউল শাহীনকে গ্রেফতারের ঘটনাকে সমর্থন করে বলেন, "বালাসাহেব ঠাকরে আমাদের ঈশ্বর। আমরা কোনও মতেই তাঁর অপমান সহ্য করব না। কোনও শিব সৈনিক এবং কোনও মারাঠি চুপ করে বসে থাকবে না। ফেসবুকে কমেন্টের পিছনে কে ছিল তা পুলিস জানত। তাকে গ্রেফতার করে সঠিক কাজ করেছে পুলিস।" গতকালই শাহীন ধাধার `ফেসবুকে` মন্তব্য করার অপরাধে গ্রেফতার করাকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। প্রভাকর রাউলের মন্তব্য সেই বিতর্কেই আরও উস্কে দিল বলে মনে করা হচ্ছে।