Last Updated: Monday, August 27, 2012, 18:28
দুশো কোটি ছুঁয়ে ফেলল `এক থা টাইগার`। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার ৫ দিনের মধ্যে ১০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল `এক থা টাইগার`। আর এবার ১২ দিনের মধ্যেই ২০০ কোটি পেরিয়ে গেল সলমনের নতুন ছবি।