Last Updated: Tuesday, May 1, 2012, 21:42
গোটা বিশ্বে পালিত হল `অ্যাজমা দিবস`। রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সারা বিশ্বের সঙ্গে মঙ্গলবার পথে নামল কলকাতাও। মানুষকে সচেতন করতে এদিন শহরের পথে নামেন স্কুলপড়ুয়া থেকে বিশেষজ্ঞ চিকিত্সক। পরিসংখ্যান বলছে, ২০০৯ সালে সারা বিশ্বে প্রায় আড়াই লক্ষ মানু্ষের প্রাণ কেড়েছে অ্যাজমা।