Last Updated: Sunday, November 10, 2013, 16:30
রাজনীতিতে অনেক কিছুই সামনে বলার উপায় থাকে না, কিন্তু চাপ বাড়লে কোনও কোনও সময় বলতে বাধ্য হতে হয়। সেই রকমই কি কিছু হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের। রবিবার গোয়ার `থিঙ্ক ফেস্ট`নামের অনুষ্ঠানে চিদম্বরম বললেন, "মানতে বাধা নেই যে রাজনৈতিক দল হিসাবে আমাদের কাছে মোদী চ্যালেঞ্জার। আমার ওনাকে অগ্রাহ্য করতে পারি না। ওনাকে দেশের প্রধান বিরোধী দল বিজেপি প্রধান নেতা হিসাবে তুলে ধরেছে, সুতরাং উনি যাই বলুন না কেন মোদীকে আমাদের গুরুত্ব দিতেই হবে।"