Last Updated: Monday, February 24, 2014, 09:32
শেষ হল সোচি অলিম্পিক। অনেক বিতর্ক নিয়ে শুরু হওয়া সোচি অলিম্পিক সবার চোখ ঘুরিয়ে দিল। এত ঝাঁ চকচকে, প্রায় নিঁখুত শীতকালীন অলিম্পিক আর দেখা যায়নি। সোচির শীতকালীন অলিম্পিকের জাঁকজমক রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল গ্রীষ্মকালীন অলিম্পিককেও। আয়োজক দেশ হিসাবে দারুণ সফল রাশিয়া (পড়ুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন)। পদক তালিকাতেও সবার আগে রাশিয়া (১৩টি সোনা, ১১টি রুপো, ১৩টি ব্রোঞ্জ)।