23rd state conferenc - Latest News on 23rd state conferenc| Breaking News in Bengali on 24ghanta.com
আন্দোলনের দিশা দেখাল সাংগঠনিক প্রতিবেদন

আন্দোলনের দিশা দেখাল সাংগঠনিক প্রতিবেদন

Last Updated: Wednesday, February 15, 2012, 10:23

তৃণমূল কংগ্রেসের সরকার যে ভাবে চলছে তা সংসদীয় রাজনীতিতে ভয়ঙ্কর বিপদের সূচনা বলে মনে করছে সিপিআইএম। বুধবার থেকে শুরু হওয়া সিপিআইএমের রাজ্য সম্মেলনের সাংগঠনিক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।