3 arrested - Latest News on 3 arrested| Breaking News in Bengali on 24ghanta.com
দিনেদুপুরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল ৩ দুষ্কৃতী

দিনেদুপুরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল ৩ দুষ্কৃতী

Last Updated: Friday, May 4, 2012, 22:47

দিনেদুপুরে ডাকাতি করতে গিয়ে বাসিন্দাদের হাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতী। গণপ্রহারে ৩ জনই গুরুতর আহত। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে বর্ধমানের কেশবগঞ্জচটি এলাকায়। পরে পুলিস গিয়ে ক্ষিপ্ত জনতার হাত থেকে দুষ্কৃতীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।