3 dimensional - Latest News on 3 dimensional| Breaking News in Bengali on 24ghanta.com
ইজরায়েলি সংস্থা প্রাইমসেন্স কিনল অ্যাপল

ইজরায়েলি সংস্থা প্রাইমসেন্স কিনল অ্যাপল

Last Updated: Monday, November 25, 2013, 20:43

ইজরায়েলের চিপ-ডেভেলপার সংস্থা প্রাইমসেন্স কিনল অ্যাপল। সোমবার অ্যাপলের মুখপাত্র এই খবর জানালেও ক্রয় মূল্য জানাতে আগ্রহ প্রকাশ করেননি। ইজরালি মিডিয়ার খবর অনুযায়ী ৩৫০ ডলারে প্রাইমসেন্স কিনেছে অ্যাপল।