302 - Latest News on 302| Breaking News in Bengali on 24ghanta.com
আমরি কাণ্ডে গণস্বাক্ষর অভিযানে নামল মৃতদের আত্মীয়রা

আমরি কাণ্ডে গণস্বাক্ষর অভিযানে নামল মৃতদের আত্মীয়রা

Last Updated: Thursday, February 9, 2012, 22:27

আমরি অগ্নিকাণ্ডে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করল মৃতদের আত্মীয়রা। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় ইচ্ছাকৃত খুনের মামলা শুরু করার দাবিও জানান তাঁরা। বৃহস্পতিবার আমরি সহ কলকাতার ১৯টি জায়গায় সই সংগ্রহ করা হয়।