31st March - Latest News on 31st March| Breaking News in Bengali on 24ghanta.com
স্টার থিয়েটারের দায়িত্বে এবার পুরসভা

স্টার থিয়েটারের দায়িত্বে এবার পুরসভা

Last Updated: Thursday, April 5, 2012, 22:17

ঐতিহ্যবাহী স্টার থিয়েটার হাতে নিয়ে সেখানে সপ্তাহের ৫ দিনই সিনেমা দেখানোর সিদ্ধান্ত নিল পুরসভা। এর আগে স্টার থিয়েটারের উজ্জীবনের জন্য একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল স্টার থিয়েটারকে। কিন্তু সেই লিজের মেয়াদ শেষ হয়ে গেছে ৩১ মার্চ।