Last Updated: Tuesday, November 22, 2011, 18:37
কেটে গেছে একমাস। এখনও আশাপূরণ হয়নি বিজনবাড়ির। একমাস আগে ঠিক এই দিনই বিজনবাড়িতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বত্রিশ জনের। দুর্ঘটনার পর রাজ্য সরকারের কাছ থেকে সাহায্যের আশ্বাস মিলেছিল। কিন্তু একমাস কেটে গেলেও ছিঁটেফোটাও সাহায্য পায়নি বিজনবাড়ি।