34th convention - Latest News on 34th convention| Breaking News in Bengali on 24ghanta.com
শুরু হল এসএফআইয়ের ৩৪ তম রাজ্য সম্মেলন

শুরু হল এসএফআইয়ের ৩৪ তম রাজ্য সম্মেলন

Last Updated: Friday, August 24, 2012, 23:11

শুক্রবার থেকে শুরু হল এসএফআইয়ের ৩৪ তম রাজ্য সম্মেলন। জলপাইগুড়ির আলিপুরদুয়ারের ৩ দিন ধরে চলবে এই সমাবেশ। ১৯ টি জেলা থেকে ৪৭৫ জন যোগ দিয়েছেন এই সম্মেলনে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিমান বসু।