Last Updated: Monday, September 3, 2012, 22:15
আরও একবার এল ৩ সেপ্টেম্বর। মহানায়ক উত্তম কুমারের আরো একটা জন্মদিন। ৩১ বছর হল বাংলা ছবি হারিয়েছে তার মহানায়ককে। তবুও আজও উত্তমকুমারে আটকে গোটা বাঙলা। রোমান্টিক উত্তম সর্বকালের সেরা। তাঁর তাকানো, কথা বলা, হাসি, সবমিলিয়ে চুম্বকের মতো ছিল তাঁর ব্যক্তিত্ব।