46 dead - Latest News on 46 dead| Breaking News in Bengali on 24ghanta.com
দুই দুর্ঘটনায় চিনে মৃত ৪৬

দুই দুর্ঘটনায় চিনে মৃত ৪৬

Last Updated: Monday, August 27, 2012, 11:07

দুটি পৃথক পথ দুর্ঘটনায় শনিবার ৪৬ জনের মৃত্যু হয়েছে চিনে। যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ইয়ানানের শাংসি প্রদেশে। বাসের মাত্র ৩ জন যাত্রী প্রাণে বেঁচেছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।