Last Updated: Saturday, November 24, 2012, 20:49
আই লিগে পাঁচ গোলে জয়ের সঙ্গে সঙ্গে আই লিগে নতুন রেকর্ড গড়ল ইস্টবেঙগল। কলকাতার প্রথম দল হিসাবে আই লিগে পাঁচশো গোল করার নজির গড়ল লাল হলুদ ব্রিগেড। ওএনজিসি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের মোট সংখ্যা ছিল ৪৯৯। ইসফাকের পাস থেকে চিড্ডি গোল করার সঙ্গে সঙ্গেই আই লিগে পাঁচশো গোল করার নজির ছুঁয়ে ফেলে লাল-হলুদ শিবির।