610 kg Saudi man - Latest News on 610 kg Saudi man| Breaking News in Bengali on 24ghanta.com
ক্রেনে চেপে হাসপাতালে এলেন ৬১০ কেজির সৌদি যুবক

ক্রেনে চেপে হাসপাতালে এলেন ৬১০ কেজির সৌদি যুবক

Last Updated: Tuesday, August 20, 2013, 17:17

বাড়তে বাড়তে ওজনটা একটু মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছিল। তাই ওজন কমাতে একেবারে হাসপাতালে ভর্তি করতে হল মহসিন শাইরিকে। আসলে শাইরে ওজন ৬১০ কেজি। আর তাই হাসপাতালে আনা হল ওজন কমাতে। কিন্তু এরকম ভারী একজন মানুষকে কীভাবে হাসপাতালে আনা হবে! কীভাবে আবার ক্রেনে চাপিয়ে! হ্যাঁ সেটাই হল।