66th Independence Da - Latest News on 66th Independence Da| Breaking News in Bengali on 24ghanta.com
আজ দেশের ৬৬ তম স্বাধীনতা দিবস

আজ দেশের ৬৬ তম স্বাধীনতা দিবস

Last Updated: Wednesday, August 15, 2012, 09:11

আজ ছেষট্টিতম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সকালে প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পর তিনি রওনা দেন লালকেল্লার উদ্দেশে।