Last Updated: Monday, August 6, 2012, 14:24
আমেরিকায় উইসকনসিনে একটি ধর্মস্থানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ পূণ্যার্থীদের আটক করেও রাখা হয় ধর্মস্থানের ভেতরে। যদিও শেষ রক্ষা হয়নি আততায়ীর। পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে তারও। ঘটনাকে অভ্যন্তরীণ হামলা হিসেবেই দেখছে পুলিস।