75 yers of WB Assemb - Latest News on 75 yers of WB Assemb| Breaking News in Bengali on 24ghanta.com
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার আর্জি হাইকোর্টে

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার আর্জি হাইকোর্টে

Last Updated: Thursday, August 16, 2012, 12:39

বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য গিরে তুমুল বিতর্কের মাঝে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কয়েকজন আইনজীবী। মুখ্যমন্ত্রী সভায় বলেছিলেন, টাকা দিয়ে মামলার রায় কেনা যায়। বিচারবিভাগ নিয়ে এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিযা দেখা দিয়েছে দেশজুড়ে। এর জেরেই আইনজীবীদের আবেদন, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা দায়ের করুক।