Last Updated: Monday, July 30, 2012, 21:36
অলিম্পিকে মধুরা বিতর্ক না মিটতে মিটতেই আরও এক নতুন বিতর্কে ছিটকে গেলেন ভারতীয় বক্সার সুমিত সাঙ্গওয়ান। পুরুষদের ৮১ কেজি বিভাগে দারুন পারফর্ম করেও, প্রতিপক্ষের থেকে বেশি পাঞ্চ করেও হার হল সুমিত সাঙ্গওয়ানের। অবাক ভারতের বক্সিং মহল।