Last Updated: Saturday, December 3, 2011, 16:57
দুহাজার বারো সালের ইউরো কাপের আসর বসতে চলেছে পোল্যান্ড এবং ইউক্রেনে। যৌথ ভাবে দুটি দেশ টুর্নামেন্টের আয়োজন করবে। টুর্নামেন্টের লটারির জন্য ইউএফের কর্তারা ইউক্রেনের রাজধানি কিয়েভে জমায়েত হতে শুরু করে দিয়েছেন।