Last Updated: Saturday, March 8, 2014, 20:45
কন্যা, স্ত্রী, মা, দিদির পরিচয় গুলোকে দূরে সরিয়ে রেখে এক আপাত স্বচ্ছল, সুখী মহিলার নিজেকে, নিজের অস্তিস্ত্বকে খুঁজে পাওয়ার গল্প `স্যান্ড ক্যাসল`। আর কিছুদিন পরেই এই ইন্ডিপেনডেন্ট সিনেমা চলে আসবে শহরের মালটিপ্লেক্স গুলোতে। মুক্তি পাওয়ার আগে এই ছবির পরিচালক এক আর এক অনন্যা নারী সোমশুক্লার মুখোমুখি হয়েছিলাম আমরা। নারী দিবসে সেই অনন্য নারীর সঙ্গে আলাপ চারিতার এক ঝলক রইল আমাদের দর্শকদের জন্য...