94 days - Latest News on 94 days| Breaking News in Bengali on 24ghanta.com
বিশ্বকাপের আর ৯৪ দিনের অপেক্ষা, দেশকে নিয়ে আশাবাদী পেলে, নয়া স্টেডিয়াম উদ্বোধন ব্রাজিলে

বিশ্বকাপের আর ৯৪ দিনের অপেক্ষা, দেশকে নিয়ে আশাবাদী পেলে, নয়া স্টেডিয়াম উদ্বোধন ব্রাজিলে

Last Updated: Monday, March 10, 2014, 22:50

আজ আরও ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে আর ৯৪ দিন বাকি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পেল বিশ্বকাপের আয়োজক কমিটি । রবিবার বিশ্বকাপের আরও একটি স্টেডিয়ামের উদ্বোধন হল। বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে তৈরি মানাউস শহরের এরিনা আমাজোনিয়া । রবিবার ২০ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী। ছিলেন আমাজোনাস রাজ্যের গর্ভনরও। এই নিয়ে বিশ্বকাপের বারোটি স্টেডিয়ামের মধ্যে আটটি স্টেডিয়ামই তৈরি হয়ে গেল। গত ডিসেম্বরেই এই স্টেডিয়ামের কাজ শেষ হওযার কথা ছিল। কিন্তু কাজ চলাকালীন তিন শ্রমিকের মৃত্যুতে কাজ শেষ করতে অতিরিক্ত আরও কয়েকমাস সময় লাগল। এরিনা আমাজোনিয়া স্টেডিয়ামের কাজ শেষ হয়ে গেলেও ফিফার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাও পাওলো আর কিউরিটিবা স্টেডিয়ামের অসমাপ্ত কাজ।