Last Updated: Sunday, November 24, 2013, 21:07
স্টিং অপারেশন কাণ্ডে অভিযুক্ত নেতা -নেত্রীদের পাশেই দাঁড়াল আম আদমি পার্টি (আপ)। আপ-এর পক্ষ থেকে বলা হল স্টিং অপারেশনের মাধ্যমে তৈরি হওয়া সেই বিতর্কিত সিডি-এর বেশিরভাগ অংশতেই রদবদল ঘটিয়ে সত্যিকে আড়াল করা হয়েছে।