Last Updated: Wednesday, March 6, 2013, 20:21
এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল ভারতের। যোগ্যতানির্ধারনী পর্বের শেষ ম্যাচে আয়োজক মায়ানমারের কাছে ১-০ গোলে হেরে গেলেন সুনীলরা। বুধবারের ম্যাচ ড্র রাখতে পারলেই মূলপর্বে চলে যেতে ভারত। কিন্তু কোয়েভারম্যানসের ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতেই ডুবতে হল মেন ইন ব্লুকে। এই হারের ফলে এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে যোগ্যতাঅর্জন করার জন্য অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় শিবিরকে।