AICC Spokesman - Latest News on AICC Spokesman| Breaking News in Bengali on 24ghanta.com

"বিজেপি`র দালাল মুলায়ম"! আলভির মন্তব্য ঘিরে বিতর্ক

Last Updated: Thursday, June 21, 2012, 09:19

রাষ্ট্রপতি নির্বাচনে সমাজবাদী পার্টিকে পাশে নিয়েই প্রণব মুখোপাধ্যায়কে রাইসিনা হিলসে পাঠানোর দৌড়ে নেমেছে কংগ্রেস। কিন্তু এবার সেই সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি। বুধবার রাতে এলাহাবাদে আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে আয়োজিত একটি জনসভায় আলভি বলেন, মুলায়ম বিজেপির এজেন্ট।