AIMS Trauma Center - Latest News on AIMS Trauma Center| Breaking News in Bengali on 24ghanta.com
মৃত্যুর সঙ্গে লড়াই জিতল ফলক

মৃত্যুর সঙ্গে লড়াই জিতল ফলক

Last Updated: Thursday, March 1, 2012, 19:02

সুস্থ হয়ে উঠছে ফলক। গুরুতর ভাবে জখম অবস্থায় ২ বছর শিশুটিকে বাঁচানোর জন্য টানা ৪৪ দিন ধরে লড়াই করার পর অবশেষে আশার আলো দেখছেন এইমস ট্রমা সেন্টারের চিকিত্‍সকরা। বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানানো হয়, ফলকের অবস্থা স্থিতিশীল।