AJC Bose Road Fire - Latest News on AJC Bose Road Fire| Breaking News in Bengali on 24ghanta.com
বিধ্বংসী আগুন মধ্য কলকাতার চামড়ার গুদামে

বিধ্বংসী আগুন মধ্য কলকাতার চামড়ার গুদামে

Last Updated: Tuesday, April 17, 2012, 13:00

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মধ্যকলকাতার একটি চামড়ার গুদাম। সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাত্‍ই এজেসি বোস রোডের ওই ৩ তলায় চামড়ার গুদামে আগুনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলের ১০টি ইঞ্জিন।