Last Updated: Thursday, April 5, 2012, 13:07
পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনার পর বেআইনি নির্মাণের অভিযোগে একজনকে গ্রেফতার করল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। বুধবার ঝড়ে কালো দাস ও সুরজ দাস নামে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ওই দুই বাসিন্দা পাঁচিল ভেঙে আহত হয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে মেডিক্যাল কলেজে তাঁদের মৃত্যু হয়। পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে।