Last Updated: Sunday, November 11, 2012, 20:49
সম্মানের লড়াইয়ে অবশেষে বাজিমাত করলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না। বিশ্ব মিটের সেমিফাইনালে লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটিকে হারিয়ে ঐতিহাসিক খেতাব থেকে আর মাত্র একধাপ দূরে হেশ-বোপান্নারা। লন্ডনের ও`টু এরিনায় শেষ চারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহেশ ভূপতিরা জেতেন ৪-৬, ৬-১, ১২-১০।