Last Updated: Monday, November 25, 2013, 17:13
১৬ মে, ২০০৮: নয়ডার ডেন্টিস্ট দম্পতি রাজেশ ও নূপুর তলোয়ারের কন্যা আরুষি তলোয়ারের মৃতদেহ তার বেডরুম থেকেই উদ্ধার হয়। আরুষির গলা কেটে তাকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে তলোয়ারদের বাড়ির পরিচারক নিরুদ্দিষ্ট হেমরাজকে খুনি হিসাবে সন্দেহ করা হয়।