Last Updated: Tuesday, December 24, 2013, 15:23
নিজেদের সম্মান বাঁচাতে মেয়েকে নিশৃংসভাবে খুন করেছে বাবা-মা। আরুষি হত্যা মামলায় রাজেশ তলোয়ার ও নুপূর তলোয়ারকে দোষী সাব্যস্ত করে এমন কথাই পরিষ্কার রায় দিয়ে জানায় আদালত। চলতি বছর এই ঘটনায় একেবারে স্তম্ভিত হয়ে যায় দেশ।