Last Updated: Saturday, March 1, 2014, 22:36
বলিউডে মাত্র দুটো ছবি পুরনো তিনি। তৃতীয় ছবি মুক্তি অপেক্ষায়। কিন্তু এর মধ্যেই সৌন্দর্য, অভিনয় সবকিছু নিয়ে চর্চায় আলিয়া ভট। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে গ্ল্যামরাস চরিত্রে অভিনয় থেকে দ্বিতীয় ছবি হাইওয়েতেই তাঁকে দেখা গিয়েছে একেবারে নো মেক আপ লুকে। আর আগামী ছবি টু স্টেটসে তাঁকে দেখা যাবে ইন্ডিয়ান ফিউসন লুকে।