Last Updated: Friday, April 11, 2014, 22:37
মহিলাদের নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে দেশের সমালোচনার মুখে সমাজবাদী পার্টি নেতা আবু আজমি। দলও তাঁর মন্তব্যে লজ্জিত। এমনকী, লজ্জিত তাঁর পরিবারের সদস্যরাও। টুইটারে শ্বশুরের মন্তব্যের জন্য লজ্জাপ্রকাশ করলেন পুত্রবধূ আয়েষা টাকিয়া।