Last Updated: Friday, February 7, 2014, 12:55
বাম ও কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার চতুর্থ আসনেও জয় নিশ্চিত করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন গাজোলের কংগ্রেস বিধায়ক সুশীল রায়, সুতির কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস। তিন বাম বিধায়কের ভোটও গিয়েছে তৃণমূলের পক্ষে। তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল, আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং আরএসপি বিধায়ক দশরথ তিরকে। তিন প্রার্থীকে জিতিয়ে আনার পর তৃণমূলের বাড়তি আসন ছিল বিয়াল্লিশটি। গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়কের সমর্থন পায় তারা। তারপর বাম ও কংগ্রেসের পাঁচ বিধায়ক ভাঙিয়ে, চতুর্থ আসনেও তৃণমূল প্রার্থী আহমেদ হাসান ইমরানের জয় নিশ্চত হয়েছে।