Last Updated: Monday, December 10, 2012, 23:01
শোভনদেব চট্টোপাধ্যায় বিতর্কে এবার আসরে নামল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিলেন, শোভনদেববাবুর জন্য কংগ্রেসের দরজা খোলা। এই পরিস্থিতিতে শোভনদেব নিগ্রহকাণ্ডে মূল অভিযুক্ত মন্মথ বিশ্বাসের নেতৃত্বে আইএনটিইউসি কর্মীদের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতিতে যোগদানের ঘোষণা আজ স্থগিত রাখা হয়। শোভনদেবের সঙ্গে চূড়ান্ত সংঘাত এড়াতেই তৃণমূলের এই সিদ্ধান্ত, ধারণা রাজনৈতিক মহলের।