Last Updated: Tuesday, December 17, 2013, 18:46
ফের কাঠগড়ায় সরকারি হোম। মুর্শিদাবাদের কান্দির মহালিন্দি হোমে গত ৬ মাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই হোমে মৃত্যু হয়েছিল ৩০ জনের। অপুষ্টি, চিকিত্সার অভাবে ধুকছেন হোমের মানসিক ভারসাম্যহীন আবাসিকরা। সোমবার হোম পরিদর্শনে গিয়ে ক্ষোভ ফেটে পরেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। যদিও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র জানিয়েছেন আবাসিক মৃত্যুর খবর নেই।কান্দির মহালিন্দি হোম।